আজ মকর সংক্রান্তি। ভোরের আলো ফুটতেই কাঁকসার সিলামপুরে দামোদর নদে মকর স্নানের জন্য ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। প্রতি বছর দামোদর নদে মকর স্নানের জন্য হাজার হাজার মানুষ আসেন। এবার করোনা আবহে সেরকম ভিড় না হলেও পূন্য স্নানের জন্য জমায়েত হয় সারাদিন ধরে। তাই দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন সতর্ক দৃষ্টি রাখতে দামোদরের সিলামপুরের সমস্ত ঘাটে পুলিশ মোতায়েন করেছে। সকাল থেকেই কড়া নজরদারি চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ কর্মীরা। পাশাপাশি স্থানীয় ডুবুরিদেরও প্রস্তুত রাখা হয়েছে। তবে অন্যান্য বছর সকাল থেকেই মকর স্নানের ভিড় থাকলেও এবছর তেমন মানুষের একসঙ্গে জমায়েত হওয়ার দৃশ্য চোখে পড়েনি।

প্রতি বছরের মত মকর সংক্রান্তির দিনে এই বছরও কাঁকসার সিলামপুরে শুরু হয়েছে কেন্দুলি মেলা। ৩৫৯ বছর আগে কবি বাউল দাস এই মেলা শুরু করেন। ধীরে ধীরে এই মেলায় মানুষের সমাগম বাড়তে থাকে। তবে এই বছর করোনার জন্য বাতিল করা হয়েছে অন্যান্য অনুষ্ঠান। করোনা আবহে মেলা হলেও মেলা কমিটির পক্ষ থেকে মাইকের মাধ্যমে করোনা সচেতনতায় সকলকে মাস্ক ব্যবহার করার ও দূরত্ব বজায় রাখার আবেদন করা হয়।

Like Us On Facebook