করোনা মোকাবিলায় লকডাউনে চলছে। রুজি রোজগারের অভাবে দুস্থ মানুষরা সমস্যায় পড়েছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই দুঃসময়ে এইসব দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন। প্রতিদিন দুর্গাপুরের বিভিন্ন এলাকায় দুস্থ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। একইভাবে শনিবার দুর্গাপুরের বিধান নগরের ব্যাঙ্ক কলোনি মোড়ে বিধান নগর জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যরা স্থানীয় এলাকার দুস্থ মানুষদের খাদ্যসামগ্রী ও হাত ধোয়ার সাবান তুলে দেন। জানা গেছে, চাল, আলু, তেল ও বিস্কুটের প্যাকেট দেওয়া হয় দুস্থ মানুষদের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ডা. ছবি নন্দী, বিশিষ্ট সমাজসেবী অন্নপূর্ণাদেবী, কৃষ্ণকান্ত ভট্টাচার্য, কল্যাণ আশীষ ঘোষ সহ আরও সব বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে সোশ্যাল ডিসট্যান্সিং মেনেই লাইনে এদিন খাদ্যসামগ্রী তুলে দেন বিশিষ্টজনেরা।

দুর্গাপুরের ২৭ নং ওয়ার্ডের অন্তর্গত বিধান নগরের ক্লাব স্যান্টোসের সদস্যরা অন্যান্য জায়গার মতো গৃহবন্দি মানুষ ও এলাকার দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন। শুক্রবার ক্লাব স্যান্টোসের সদস্যরা চাল, আলুর প্যাকেট তুলে দেন দুস্থদের। দুঃসময়ে স্থানীয় ক্লাবের সদস্যরা মানুষের পাশে দাঁড়ানোয় ক্লাব স্যান্টোসের সদস্যদের ধন্যবাদ জানান এলাকার মানুষজন। কেবলমাত্র দুস্থ মানুষদের খাদ্যসামগ্রী তুলে দেওয়াই নয়, স্থানীয় গৃহবন্দি মানুষকে করোনা মোকাবিলায় সচেতনতার জন্য স্বাস্থ্য বিধি মেনে চলতে প্রয়োজনীয় পাঠও দেন ক্লাবের সদস্যরা।


Like Us On Facebook