কলেজে ছাত্র-ছাত্রীদের ভর্তির নামে তোলাবাজি মানছি না মানব না – এই স্লোগানকে সামনে রেখে বুধবার দুর্গাপুরের অমরাবতী এলাকা থেকে দুর্গাপুর মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ পর্যন্ত বিজেপির যুব মোর্চার কর্মীরা বিক্ষোভ মিছিলে সামিল হল।

দিন দুয়েক আগে মাইকেল মধুসূদন কলেজে এক ছাত্রের ভর্তির নামে এক তৃণমূল কংগ্রেস ছাত্র নেতা রমজান খানের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ ওঠে। ওই ছাত্র নেতাকে গ্রেফতার না করে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ বিজেপি যুব মোর্চার। বিজেপি যুবমোর্চার কর্মীরা কলেজে ছাত্র ভর্তির নামে তালাবাজির প্রতিবাদে এদিন মিছিলকরে এসে ছাত্র ভর্তিতে তোলাবাজি বন্ধ করার জন্য তীব্র প্রতিবাদে সামিল হয়। বুধবারের বিজেপি যুব মোর্চার মিছিলে নেতৃত্ব দেন বিজেপির আসানসোল জেলা যুব মণ্ডলের সভাপতি সন্তোষ মুখার্জি, সহ-সভাপতি সুকান্ত বানার্জি, দুর্গাপুরের এনটিএস মণ্ডলের সভাপতি সমীর গড়াই প্রমুখ।

Like Us On Facebook