দুর্গাপুরের প্রান্তিকায় মিনিবাসের গেটের ধাক্কায় মহিলা অটো যাত্রীর খসে পড়া আঙুলের কোষ নষ্ট হয়ে যাওয়ায় জুড়তে পারলেন না চিকিৎসকরা। দু’দিন আগেই মিনিবাসের সঙ্গে অটোর রেষারেষির জেরে মিনি বাসের গেটের ধাক্কায় বেনাচিতির বাসিন্দা রিমা সাহার ডান হাতের বুড়ো আঙুল রাস্তায় খসে পড়ে।

রিমাদেবীর দাদার মেয়ে দেবাংশীর হাতেও গুরুতর আঘাত লাগে। এই ঘটনার পর মিনিবাসের চালক পালিয়ে যায়। আহত রিমাদেবীর কাটা আঙুলটি নিয়ে বিধান নগরের এক বেসরকারি হাসপাতলে নিয়ে গেলেও চিকিৎসকরা আঙুলের কোষ শুকিয়ে যাওয়ার কারণে অস্ত্রোপচার করেও জুড়তে পারলেননা। দুর্গাপুর মিনিবাস ওনার্স অসোসিয়েশনের সম্পদক কাজল দে এই দুর্ঘটনাটি মিনিবাসের চালকের দোষেই ঘটেছে বলে দায় স্বীকার করে নিয়েছেন। কাজলবাবু বলেন, আমরা পুলিশকে অটো ও মিনিবাসের রেষারেষি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করব। অপর দিকে আহত মহিলা ও শিশুটিকে চিকিৎসার জন্য কিছু আর্থিক সাহায্য করব। আহত মহিলা যাতে বীমা থেকে ক্ষতিপূরণের অর্থ পায় সেই দিকটি দেখার ব্যাপারে আশ্বস্ত করেন কাজল বাবু। এদিকে ঘাতক মিনিবাসটিকে পুলিশ সিজ করেছে। মিনিবাসের চালক এখনও পলাতক।

Like Us On Facebook