২০১৯ লোকসভা নির্বাচনে একদিকে উন্নয়নকারী দল আর অন্য দিকে দাঙ্গাকারী দলের মধ্যে এই দুই ইস্যুকে কেন্দ্র করে লড়াই হবে। মমতা ব্যানার্জীর উন্নয়ন দাঙ্গাবাজদের হারিয়ে বাংলার বুকে ৪৩ টি আসনেই বিপুল ভোটে জিতবে। দুর্গাপুরে বুধবার ২১ জুলাইয়ের সমর্থনে মহামিছিল শেষে সংবাদিকদের কাছে এই দাবি করেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস।

অরূপবাবু বলেন, আজকে দুর্গাপুরের মহামিছিলে লক্ষাধিক লোক হয়েছে। ২১ জুলাই কলকাতায় দুর্গাপুর থেকে দু’লাখ লোক যাবেন দলনেত্রীর বক্তব্য শুনতে। এদিন মিছিল শেষে মঞ্চে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অরূপ বিশ্বাস বক্তব্যের আগাগোড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন।

এদিনের মহাছিলে মানুষের ঢল দেখে উচ্ছসিত অরূপ বাবু আগামী লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কল্যাণে কন্যাশ্রী সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলিকে স্মরণ করিয়ে দিয়ে রাজ্যের ৪৩ আসনেই বিজেপিকে হারিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার অবদান জানান।

এদিনের মহামিছিল ভিড়িঙ্গী মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত যায়। মিছিল শেষে অরূপ বিশ্বাস দলীয় কর্মীদের উদ্যেশ্যে ২১ জুলাই কলকাতা শহিদ দিবসে জমায়েত হয়ে দল নেত্রীর নির্দেশ শুনতে যাওয়ার ও আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জেতানোর আহ্বান জানান।

এদিন মিছিল শেষে মন্ত্রী অরূপ বিশ্বাসের আগে মঞ্চে বক্তব্য রাখেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি,পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি ভি শিবদাসন, আইএনটিটিইউসির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিশ্বনাথ পড়িয়াল, আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি, দুর্গাপুর পুরসভার মেয়র পরিষদ প্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ।

এদিনের মহামিছিলে দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জী এবং তাঁর স্ত্রী তথা দুর্গাপুরের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জীও পা মেলান। এদিনের মিছিলে অসুস্থ হয়ে পড়েন মেয়র পারিষদ রুমা পড়িয়াল। এদিনের মিছিলকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি রুখতে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তার জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়। এদিন মহামিছিলের কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমস্যার সম্মুখীন হন মানুষজন।





Like Us On Facebook