.
দামোদর ব্যারেজ বিপর্যয় নিয়ে রাজনীতি করা উচিত নয়, সেচ মন্ত্রী দামোদর ব্যারেজ বিপর্যয় নিয়ে রাজনীতি করে ক্ষুদ্র মনের পরিচয় দিয়েছেন। দুর্গাপুরে মঙ্গলবার সগড়ভাঙ্গায় একটি হনুমান মন্দির উদ্বোধন করতে এসে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এই অভিযোগ করেন। বাবুল এদিন বলেন দুর্গাপুরের দামোদর ব্যারেজ বিপর্যয়ের পর মেরামতিতে কেন্দ্রীয় সংস্থা ডিভিসিকে তাড়া দিয়ে মেরামতির কাজ করিয়েছে রাজ্য সেচ দপ্তর। কেন্দ্রীয় মন্ত্রী বলেন ডিভিসি নিজের সুনামের প্রতি সুবিচার করে দামোদর ব্যারেজে ভাল কাজ করেছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী বাবুলকে দেখার জন্য জনসমুদ্রে পরিণত হয় গোটা সগড়ভাঙ্গা এলাকা।
Like Us On Facebook