সাপের খেলা। বিষধর সাপ নিয়ে খেলা দেখাচ্ছেন বেশ কিছু মানুষ। স্থান পূর্ব বর্ধমানের রায়নার গোপালপুর। ৭৫ বছরের বেশি সময় ধরে মনসা পুজো উপলক্ষ্যে ‘সয়লা’ ও ‘ঝাপান’ উৎসব আয়োজিত হয়ে আসছে এই গ্রামে। রীতিমতো মঞ্চ বেঁধে সাপ খেলা দেখানোর প্রতিযোগিতা হয়। বিজয়ী দলকে পুরস্কারও দেওয়া হয়।

কুসংস্কারকে প্রশয় দিতে নয়। বরং ঠিক উল্টোটা। সাপ প্রকৃতির সম্পদ। অকারণে সাপকে মারবেন না। সাপে কাটলে ওঝার কাছে নয়, অবশ্যই সাপে কাটা রোগীকে নিয়ে যাবেন চিকিৎসকের কাছে। ঝাপান উৎসবে এই বার্তাই দেওয়া হয় এলাকার বাসিন্দাদের। এবছর বিভিন্ন প্রজাতির বিষধর সাপ নিয়ে বাঁকুড়ার জয়পুর ও রায়নার দুটি দল ঝাপান উৎসবে অংশ নিয়েছে। তাঁরাও বলছেন সাপে কাটলে চিকিৎসকের কাছে যান। সাপকে না মেরে তাকে রক্ষা করুন। সাপ প্রকৃতির সম্পদ। প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। গোপালপুরের এই ঝাপান উৎসবকে কেন্দ্র করে গ্রামে ভীড় জমান দক্ষিণ দামোদর এলাকার বহু মানুষ।

Like Us On Facebook