স্কুল থেকে বাড়ি ফেরার পথে মঙ্গলবার বিকেলে সুচেতনা বিশ্বাস নামের এক স্কুল শিক্ষিকা মুচিপাড়ায় লরির চাকায় পিষ্ট হয়ে প্রান হারালেন। জানা গেছে ওই স্কুল শিক্ষিকা সিটি সেন্টারের মধুসুদন দত্ত পথের বাসিন্দা। রণডিহার কাছে ভালকি মাচানে একটি স্কুলে শিক্ষকতা করতেন।
অন্যদিন মুচিপাড়া থেকে বাসে যাতায়াত করতেন, কিন্তু মঙ্গলবার ওই শিক্ষিকা তাঁর স্কুটি করেই বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে মুচিপাড়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থেকে পড়ে যান। এর পরই দ্রুত গামী একটি লরি সুচেতনাদেবীকে পিষ্ট করে দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সুচেতনতাদেবী মারা যান। এর পর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। সুচেতনতা দেবীর স্বামী সুদীপ বিশ্বাসকে স্ত্রীর মৃতুর খবর জানায় পুলিশ। জানা গেছে, সুচেতনাদেবীর দশ বছরের এক পুত্র ও ছয় বছরের এক কন্যা রয়েছে।