নির্বাচনী বিধি লাগু হয়েছে এরই মধ্যে নিয়ম ভেঙে ‘সবুজ সাথী’ সাইকেল বিতরণের অভিযোগ উঠল দুর্গাপুরে। শনিবারের ঘটনা। বিজেপির শিক্ষা সেলের কর্মীরা দুর্গাপুরের বিজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার হুমকি দিল। রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের অন্তর্গত স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য বেশ কয়েকদিন ধরে সাইকেল বিতরণ করা হচ্ছিল দুর্গাপুরে। সেই প্রকল্পের অন্তর্গত দুর্গাপুরের বিজরা উচ্চ বিদ্যালয়ে প্রায় ১২৫টি সাইকেল বিতরণ করার জন্য আসে গতকাল। যার মধ্যে মাত্র ৬৫টি সাইকেল বিতরণ করা হয় শনিবার। আর এই সাইকেল বিতরণকে কেন্দ্র করে বিরোধী দল বিজেপি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলল।

পশ্চিম বর্ধমান জেলার বিজেপি শিক্ষা সেলের কনভেনার বিকাশ বিশ্বাস বলেন, ‘নির্বাচনী বিধি নিষেধ জারি হওয়ার পরও স্কুলের প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রীদের সাইকেল দিয়ে রাজনীতি করেছেন। অভিভাবকদের প্রভাবিত করতে চাইছেন। এর বিরুদ্ধে সোমবার নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হবে।’ পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন, ‘এর বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। স্কুল কর্তৃপক্ষ রাজ্য সরকারের হয়ে প্রচার করছে। এর বিরুদ্ধে জেলাশাসক এবং নির্বাচন কমিশনের কাছে জানানো হবে।’

অন্যদিকে বিজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন জানান, বাধ্য হয়েই ছাত্র-ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে। স্কুলের মধ্যে একসাথে ১২৫ টি সাইকেল রাখার ব্যবস্থা নেই। সেক্ষেত্রে সাইকেল চুরি হয়ে যাওয়ার ভয় রয়েছে। তার উপর কেন্দ্রীয় বাহিনী এসে স্কুলে থাকবে। এর মধ্যে রাজনীতি খোঁজা উচিত নয়।’


বিজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন

Like Us On Facebook