.

শুক্রবার বর্ধমানের শাঁখারীপুকুর উৎসব ময়দানে শুরু হয়েছে ৪৩ তম বর্ধমান বইমেলা। বর্ধমান অভিযান গোষ্ঠী আয়োজিত এই বইমেলায় এবারে দেবপ্রসন্ন পুরস্কার দেওয়া হল সমাজ ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য নাদনঘাটের শাস্ত্রী স্মৃতি সংঘকে। এছাড়াও এবার বইমেলা কমিটির পক্ষ থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি সাহিত্যিক রূপক মিত্রকে ডা. কৃষ্ণানন্দ মজুমদার স্মৃতি অভিযান সাহিত্য সম্মান এবং ইতিহাসের গবেষক ডা. সর্বজিত যশকে সমীরণ স্মৃতি সাহিত্য ও সংস্কৃতি পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, প্রতিবারের মত এবারও বইমেলায় প্রথিতযশা একাধিক বই প্রকাশন সংস্থা হাজির হয়েছে। বইমেলা চলবে ৭ মার্চ পর্যন্ত। মেলার অন্যান্যদিনগুলিতে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা।

Like Us On Facebook