দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘপ্রসূন কাজী

ভোট নিয়ে রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে দুর্গাপুর মহকুমা প্রশাসন। মহকুমা শাসক অর্ঘপ্রসূন কাজীর নেতৃত্বে এই বৈঠক হবে দুর্গাপুর মহকুমা শাসকের দফতরে। যেখানে সবকটি দলকে ডাকা হয়েছে আলোচনায়। রবিবারের ডাকা মহকুমা প্রশাসনের ডাকা বৈঠকে যাচ্ছে না সিপিআইএম ও কংগ্রেস। সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ, পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করছেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা, ব্রিগেডে বাম ও কংগ্রেসের জোটের সভা ছিল পূর্ব নির্ধারিত, তারপরেও ওই দিনটিতেই এই সর্বদলীয় বৈঠক ডাকা হল।

একই সুর কংগ্রেসের গলাতেও, দলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর অভিযোগ, দুই-আড়াই মাস আগে থেকে ব্রিগেডের জনসভা পূর্ব নির্ধারিত ছিল তারপরেও কেন এই দিনেই ভোটের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হল সেটাই বুঝে ওঠা যাচ্ছে না।

দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘপ্রসূন কাজী জানান, কমিশনের নিয়ম মেনেই তাঁকে চলতে হবে, বৈঠক রবিবারই হবে, বৈঠকের সিদ্ধান্ত প্রয়োজনে অনুপস্থিত দলের নেতৃত্বকে জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে জেলা প্রশাসনের বিরুদ্ধে এই খামখেয়ালিপনা সিদ্ধান্তের অভিযোগ এনে নির্বাচন কমিশনকে সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্ব লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। রবিবারের সর্বদলীয় বৈঠকের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তোলেন দুই দলের নেতৃত্ব। সব মিলিয়ে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতে না হতেই নির্বাচনের উত্তাপ বাড়ছে শিল্পাঞ্চল দুর্গাপুরে।

Like Us On Facebook