দুর্গাপুরের প্রান্তিকার পাঁচ মাথা মোড়ে বিজেপির যোগদান মেলা উপলক্ষে বহু মানুষের জমায়েত হয়। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ অর্জুন সিং সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, শুভেন্দু অধিকারী সহ বিজেপির হেভিওয়েট নেতারা। পরে রোড শোয়ে অংশ নেন বিজেপি নেতারা। বিশেষ করে শুভেন্দু অধিকারী এদিন কি বলেন শুনতে প্রচুর জনসমাগম হয়।
এদিন ভিড়ের সুযোগে প্রায় ৪০ টির মতো মোবাইল চুরি হয়। এবং প্রায় ৩০টির মতো মানিব্যাগ চুরি হয় বলে দাবি করেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপির বুদ্ধিজীবী সেলের সভাপতি অমিতাভ বন্দোপাধ্যায়। তিনি এদিন পুলিশকে সরাসরি দায়ী করে বলেন, পুলিশই এইজন্য দায়ি। পুলিশের উচিত ছিল যে সব মানুষ সভায় বক্তব্য শুনতে এসেছিলেন তাঁদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া। পুলিশ তা করতে ব্যার্থ। অভিযোগ, এদিন বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার ছেলের মোবাইল যেমন চুরি যায় তেমনই জেলা বিজেপির বুদ্ধিজীবী সেলের সভাপতি অমিতাভ বন্দোপাধ্যায়ের মানি ব্যাগ চুরি হয়। উপস্থিত বেশ কিছু সংবাদ মাধ্যমের কর্মীদেরও মোবাইল ও মানি ব্যাগ নাকি চুরি হয়ে যায়। মঙ্গলবার সভা শেষে স্থানীয় প্রান্তিকা ফাঁড়িতে মোবাইল, মানি ব্যাগ চুরি হওয়া নিয়ে ক্ষোভ উগরে দেন বিজেপি কর্মীরা।