দুর্গাপুরে বিজেপির যোগদান মেলা এবং রোড শোতে মানুষের ঢল নামল। মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের প্রান্তিকা পাঁচ মাথা মোড় থেকে নাচন রোড ধরে ভিরিঙ্গি মোড় পর্যন্ত রোড শো হয়। তার আগে প্রান্তিকার পাঁচ মাথা মোডে বিজেপির যোগদান মেলা হয়। এই যোগদান মেলায় প্রায় এক হাজারের মতো বিভিন্ন দল থেকে কর্মীরা যোগদান করেন বিজেপিতে। এবং এই মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, সদ্য বিজেপিতে যোগ দেওয়া সুনীল মন্ডল সহ অনেক বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এদিন বাবুল সুপ্রিয়, অর্জুন সিং, সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া সহ বিশিষ্ট বিজেপির নেতৃত্ব বক্তব্য রাখলেও উপস্থিত সকলের নজর ছিল সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী কি বলেন তা শোনার জন্য। এদিন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করতে কেবলমাত্র বিজেপি কর্মীদের কাছে নয় সিপিএম কর্মীদেরও বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধ করেন। শুভেন্দু অধিকারী বলেন, ‘গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট লুট করেছিল। মুখে গামছা বেঁধে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা ভোট লুট করেছিল। আপনারা ভোট দিতে পারেননি। কিন্তু বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অন্তত নিজের ভোট নিজে দিতে পারবেন।’ শুভেন্দু অধিকারী এদিন অবৈধ বালি, কয়লা এবং গরু পাচার চক্রে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতারা সরাসরি যুক্ত বলে অভিযোগ তোলেন এবং সিবিআই-ইডি কাউকেই ছাড়বেনা বলে হুঁশিয়ারি দেন। শুভেন্দু অধিকারী এদিন রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান জেলায় ৯টি আসনের মধ্যে ৯টিই বিজেপিকে জিতিয়ে বাংলার ক্ষমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান। এদিন রোড শো শেষ হতেই দুর্গাপুরের বিভিন্ন মন্দিরে যান।