.
অন্ডালে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মোতায়েন রয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত বাউরী পাড়ার সামনে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত্রি নটা নাগাদ তৃণমূল কর্মী রাম লক্ষণ কেওট যখন দলীয় কার্যালয় থেকে বাইকে বাড়ি ফিরছিলেন তখন নির্জন রাস্তায় তাঁকে পিছন থেকে কেউ বা কারা গুলি চালায়। রাম লক্ষণের পিঠে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি প্রায় ১০০ মিটার দূরে তাঁর বাড়ির সামনে এসে মোটর বাইক থেকে পড়ে যান। সেখান থেকেই তিনি মোবাইলে পরিবারকে গোটা ঘটনাটা জানান বলে পরিবার সূত্রের খবর। দ্রুত পরিবারের লোকজন এসে তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, গুলি চালানোর আগে রহস্যজনকভাবে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার পিছনে রাজনৈতিক বা অন্য কোন কারণে আছে কিনা তা খতিয়ে দেখছে অন্ডাল থানার পুলিশ।