দুর্গাপুর রেল স্টেশনে এক মহিলার সোনার হার ছিনতাইয়ের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য। বুধবার দুর্গাপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে ওঠার সময় ভীড়ের মধ্যে এক মহিলার সোনার হার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল। রেল পুলিশের কাছে অভিযোগ জানালে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
জানা গেছে, পুরুলিয়ার বাসিন্দা শুভ্রা বিদ বুধবার বাঁকুড়ার বাপের বাড়ি থেকে পুরুলিয়ার রঘুনাথপুর যাওয়ার জন্য দুর্গাপুর স্টেশনে আসেন। তিনি দুর্গাপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান-পুরুলিয়া লোকাল ট্রেনে ওঠার সময় হঠাৎ করে পিছন থেকে জনৈকা মহিলা তাঁর ১ ভরি সোনার হার হেঁচকা টানে ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এরপরেই শুভ্রাদেবী দুর্গাপুর রেল পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন। রেল পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ছিনতাইবাজকে ধরার চেষ্টা করছে বলে জানা গেছে।
Like Us On Facebook