অণ্ডালের মাধবপুর খোলামুখ খনি থেকে মাত্র ১০০ মিটার দূরে রয়েছে একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। ওই স্কুলে স্থানীয় কচিকাঁচারা পড়াশোনা করে। এদিকে মাধবপুর খোলামুখ খনি ও তার আশপাশ থেকে অনর্গল গলগল করে আগুন বের হতে দেখে স্কুলের কচিকাঁচারা আতঙ্কিত হয়ে পড়েছে। স্কুলের পঠনপাঠন আপাতত শিকেয় তুলে এলাকার মানুষজন এখন গ্রাম বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় মানুষের অভিযোগ, সব দেখেও ইসিএল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। ইসিএল কর্তৃপক্ষের কোন প্রতিনিধিও ঘটনাস্থলে আসেননি বলে অভিযোগ স্থানীয় মানুষের। ওই প্রাথমিক স্কুলের শিক্ষিকা অর্চনা মুখার্জী বলেন, মাধবপুরের খোলামুখ খনি থেকে অনর্গল আগুন বের হচ্ছে। সঙ্গে ঝাঁঝালো গ্যাস। স্কুলের পড়ুয়াদের শ্বাস নিতে সমস্যা হচ্ছে। ভয়ে স্কুলে আসছে না পড়ুয়ারা। আমরাও অসুস্থ বোধ করছি। অর্চনাদেবী বলেন, এই পরিস্থিতিতে কিভাবে পড়ুয়াদের পড়াবো বুঝতে পারছি না।

Like Us On Facebook