গুলির জের কাটতে না কাটতেই ফের দুর্গাপুর পৌর নির্বাচনে ২৩ নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী ধনঞ্জয় ভট্টাচার্য্যের বাড়ির সামনে মঙ্গলবার বোমাবাজির ঘটনা ঘটল বলে অভিযোগ। কয়েকদিন আগে সিপিএমের এই প্রার্থীর বাড়ী লক্ষ্য করে কেউ বা কারা রাতের অন্ধকারে গুলি ছুঁড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। সেই ঘটনায় আতঙ্ক ছড়ায় এমএএমসি জুড়ে। সেই ঘটনায় পৌর নির্বাচনের মুখে দুর্গাপুর রাজনৈতিক আবহ উতপ্ত হয়। অভিযোগের তির ওঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত সাঁই-এর দিকে। সেই জের কাটতে না কাটতেই মঙ্গলবার ফের ২৩ নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী ধনঞ্জয় ভট্টাচার্য্যের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটায় ফের অভিযোগ উঠল ২৩ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত সাঁই-এর বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত সাঁই সিপিএমের সব অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন, সিপিএম অস্তমিত, ভোটের আগে মিডিয়ায় প্রচার পাওয়ার জন্য ও মানুষের সহানুভূতি আদায়ের জন্য নিজেরাই বোমাবাজি করেছে।
সিপিএম-এর পক্ষ থেকে স্থানীয় নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এনটিএস থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সিপিএম প্রার্থীর বাড়ির সামনে বার বার গুলি ও বোমাবাজির ঘটনায় পুলিশ দর্শকের ভুমিকা নেওয়ায় সিপিএম কর্মীরা মঙ্গলবার সন্ধ্যায় নিউটাউনশিপ থানায় বিক্ষোভ দেখায়। স্থানীয় বাসিন্দারা বলেন মুখে কাপড় বাঁধা দুই জন যুবক সিপিএম প্রার্থীর বাড়ির সামনে মোটর বাইকে করে এসে বোমবাজি করে চলে যায়। অভিযোগ পেয়ে এনটিএস থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যায় বলে জানা গেছে। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন ২৩ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ভোটে হারার ভয়ে গুলি বোমাবাজি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা নেওয়ার প্রতিবাদে দলীয় কর্মীরা এনটিএস থানায় বিক্ষোভ দেখায়।