১১ আগস্ট দুর্গাপুর পৌরনির্বাচনের প্রচার শেষ হচ্ছে। ১৩ আগস্ট ভোট গ্রহণ। তাই প্রচারের শেষ পর্বে দুর্গাপুরে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জোর কদমে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সারছেন। সোমবার রাহুল সিনহা বিজেপি প্রার্থীদের সমর্থনে সারাদিন প্রচারের পর মঙ্গলবার দুর্গাপুরের ১৯, ৩৬, ৩৭, ৩৮, ৪২ ও ৪৩ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে দিনভর প্রচার চালালেন তৃণমূলের বর্ধমান জেলার পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস। ৩৬ নং ওয়ার্ডের প্রার্থী লোকনাথ দাস, ৩৭ নং ওয়ার্ডের প্রার্থী স্বরূপ মন্ডল ও ৩৮ নং ওয়ার্ডের আলো সাঁতরার প্রচারে কখনও রোড শো করেন জিপে চড়ে আবার বাড় বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার অরূপ বাবুর সর্বক্ষণের সঙ্গী ছিলেন কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। বিশ্বনাথ পাড়িয়াল মাইক হাতে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিজয়ী করতে ভোট দেওয়ার আবেদন করেন। সন্ধ্যায় ১৯ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রভাত চট্টোপাধ্যায়ের সমর্থনে ভিড়িঙ্গী পশুপতি মার্কেটে পথসভায় প্রচার করেন। অরূপ বাবু বলেন, সারা বাংলার সঙ্গে দুর্গাপুরেও উন্নয়নের জন্য চাই একটিই প্রতীক মা, মাটি মানুষের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। অরূপ বাবু বলেন, কোন দলের প্রার্থীকে নয় একজনই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিন নিজের এলাকার উন্নয়নের জন্য।

Like Us On Facebook