গত প্রায় দেড় মাস ধরে বর্ধমানের সিজেএম ও দ্বিতীয় সিভিল জজ (সিনিয়ার ডিভিশন)-এর আদালত বয়কট চালিয়ে যাচ্ছেন আইনজীবীরা। এবার টানা চার দিন পুরো আদালত বয়কটের সিদ্ধান্ত নিল বর্ধমান বার অ্যাসোসিয়েশন। বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পুরো আদালতে শুনানিতে অংশ নেবেন না আইনজীবীরা। শনিবার থেকে ১৫ আগস্ট পর্যন্ত সরকারি ছুটির কারণে আদালত বন্ধ থাকবে। এর ফলে, আজ মঙ্গলবার থেকে ১৫ আগস্ট মঙ্গলবার পর্যন্ত আদালতের কাজকর্ম কার্যত বন্ধ থাকবে। বয়কট ও ছুটির কারণে বিচারপ্রার্থীরা চরম অসুবিধায় পড়বেন।

উল্লেখ্য, আইনজীবীদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ এনে গত ২২ জুন থেকে বর্ধমানের সিজেএম সঞ্জয় রঞ্জন পাল ও দ্বিতীয় সিভিল জজ (সিনিয়ার ডিভিশন) মন্দাক্রান্তা সাহাকে বয়কটের সিদ্ধান্ত নেয় বার অ্যাসোসিয়েশন। দীর্ঘদিন ধরে দুই আদালত বয়কটের পরও দাবি না মেটায় টানা চার দিন পুরো আদালত বয়কটের সিদ্ধান্ত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Like Us On Facebook