বুধবার দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত মহিলা ফুটবল লিগের চুড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হল দুর্গাপুরের বিধান নগরের গ্রুপ হাউসিং কমপ্লেক্স ময়দানে। অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ও পান্ডবেশ্বর ফুটবল অ্যাকাডেমীর মধ্যে খেলাটি ২-০ গোলে শেষ হয়।
অগ্রণী সাংস্কৃতিক পরিষদ এদিনের খেলায় বিজয়ী হয়। অগ্রণী সাংস্কৃতিক পরিষদের সোনামণি সোরেন গোল দুটি করে দলকে জেতান। এবং এবারের লিগে সর্বোচ্চ গোলদাতা হিসেবেও সোনামণি সোরেন নির্বাচিত হন এদিন। দুর্গাপুরের বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিনের ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত দলের ফুটবলারদের হাতে ট্রফি তুলে দেন। খেলাকে ঘিরে এদিন দর্শকদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook