অনভিজ্ঞ এক কর্মীকে দিয়ে ডিভিসির পাওয়ার স্টেশনে কাজ করানোর সময় ওই কর্মীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটে, এই অভিযোগ তুলে মৃতের দেহ নিয়ে সহকর্মীরা শনিবার বিক্ষোভ দেখায়।
শনিবার রাতে কাঁকসার বাঁশকোপা ডিভিসির স্টেশন আধিকারিক সুদীপ মিত্রর কাছে মৃতের পরিবারকে চাকরি সহ ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় ডিভিসির কর্মীরা। প্রবল উত্তেজনা ছড়ায়। কাঁকসা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে র্যাফ ও কমব্যাট ফোর্স নামায়। পরে ডিভিসি কর্তৃপক্ষ ও বি়ক্ষোভরত কর্মীদের মধ্যে প্রায় দু’ঘন্টা আলোচনা চলার পর কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের দাবি মেনে নিলে অবরোধ উঠে যায়।
Like Us On Facebook