সোমবার সকাল থেকেই বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামলেন কাঁকসার রাজবাঁধ চটির ভারত গ্যাস বটলিং প্ল্যান্টের শ্রমিকরা। শ্রমিকরা জানিয়েছেন, তাঁরা প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে বকেয়া বেতন পাননি। এছাড়াও কারখানায় যে সমস্ত সুযোগ সুবিধা থাকে সেই সমস্ত সুযোগ সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত রয়েছেন। দুটি বিভাগের ঠিকা শ্রমিক মিলে প্রায় ১০০ জন শ্রমিক সকাল থেকেই বটলিং প্ল্যান্টের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। যতক্ষণ না তাঁদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। ঠিকা শ্রমিকদের আন্দোলনের জেরে ভারত গ্যাস বটলিং প্ল্যান্টের উৎপাদন বন্ধ আছে বলে জানা গেছে।

Like Us On Facebook