আন্তঃরাজ্য বন্য প্রাণী চুরি চক্রের দুই পান্ডাকে সহ চার জনকে গ্রেফতার করল দুর্গাপুর বন দফতর। শনিবার ভোর রাতে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার সামনে তল্লাশি চালিয়ে এই চক্রের দুই পান্ডা সহ চার জনকে বন কর্মীরা গ্রেফতার করেন। উদ্ধার করা হয় প্রায় সাড়ে ছয়শো টিয়া পাখি।

গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার ভোর রাতে দক্ষিণ-পূর্ব চক্রের মুখ্য বনপাল কল্যাণ দাসের নেতৃত্বে বন দফতরের আধিকারিকরা বিহার-কলকাতা রুটের একটি এসি বাসকে বাঁশকোপা টোল প্লাজার কাছে আটকান, এরপর বাসের লাগেজ বাঙ্কারে তল্লাশি চালিয়ে টিয়া পাখিগুলিকে তাঁরা উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে মহম্মদ গুড্ডু ও পিন্টু নামে দুই জনকে গ্রেফতার করা হয়, গ্রেফতার করা হয়েছে বাসের চালক ও সহ-চালককে, আটক করা হয়েছে বাসটিকে। দক্ষিণ-পূর্ব চক্রের মুখ্য বনপাল কল্যাণ দাস জানিয়েছেন, শুধু আন্তঃরাজ্য নয়, এই টিয়াপাখিগুলি বাংলাদেশেও চলে যেত এই অপরাধীদের হাত ধরে। যাতে কেউ বুঝতে না পারে তার জন্য টিয়া পাখিগুলির মুখে কাপড় বেঁধে পাচার করা হচ্ছিল, এই দুই দুষ্কৃতীকে জেরা করে এই অপরাধ চক্রের গোটা র‌্যাকেটটিকে ধরার চেষ্টা চলছে।

ধৃত বর্ধমানের দুই পাচারকারী
Like Us On Facebook