.

কাঁকসার বাঁশকোপা এলাকা থেকে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৬ জন দুষ্কৃতি। কাঁকসা থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে কাঁকসার বাঁশকোপা এলাকায় কাঁকসা থানার পুলিশ টহল দেওয়ার সময় কারখানার যন্ত্রাংশ নিয়ে পালাতে দেখে দু’জনকে তাড়া করে ধরে। জিজ্ঞাসাবাদ করে কারখানার জিনিসপত্র চুরির সাথে জড়িত আরও চার জনকে একটি কারখানা থেকে জিনিস বের করার সময় হাতেনাতে ধরে কাঁকসা থানার পুলিশ। উদ্ধার হয় কারখানার মূল্যবান সামগ্রী। বুধবার ধৃত ৬ জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতরা সকলেই কাঁকসার বাঁশকোপা ও দুর্গাপুরের বাসিন্দা বলে জানা গেছে।

Like Us On Facebook