দূষণ নিয়ন্ত্রণে সচেতনতার প্রচারে স্কুল পড়ুয়ারাও রাস্তায় নামল। বসে-আঁকো প্রতিযোগিতা সচেতনতা বিষয়ক পথনাটিকার মাধ্যমে মানুষকে নিষিদ্ধ প্লাস্টিক বর্জন করার আহ্বান জানানো হয় এদিন। শুক্রবার সকালে বাঁশকোপা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার না করার স্বপক্ষে বসে-আঁকো প্রতিযোগিতা, ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক মিছিল ও একটি পথনাটিকার আয়োজন করা হয়। স্কুলের পড়ুয়ারা অংশ নেয় এই প্রচার অনুষ্ঠানে। প্রধান শিক্ষক বুদ্ধদেব মন্ডল বলেন, ‘আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে ও পরিবেশকে দূষণ মুক্ত রাখতে যথা সম্ভব প্লাস্টিক বর্জনের জন্য সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের সচেতন করতেই আমাদের স্কুল এই উদ্যোগ নিয়েছে।’
Like Us On Facebook