.

গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসার বাঁশকোপা থেকে বনদফতরের অভিযানে উদ্ধার হল প্রায় ৩৫০ টিয়া ও ১৫ টি ময়না পাখি। মঙ্গলবার দুপুরে বিহার থেকে কলকাতা যাওয়ার পথে বাঁশকোপা টোল প্লাজার কাছে দূরপাল্লার বাসটিতে অভিযান চালায় বনদফতরের আধিকারিকরা। বনদফতরের আধিকারিকরা জানিয়েছেন, বিহার থেকে কলকাতাগামী একটি বাসে পাখিগুলোকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের উদ্দেশ্যে। পাখিগুলিকে পাচারের অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। আটক ২ জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। দুর্গাপুরের বন দফতরের মুখ্য আধিকারিক নীলরতন পান্ডা বলেন, ‘ধৃতদের আদালতে হাজির করা হবে এবং উদ্ধার হওয়া পাখিগুলিকে আদালতের নির্দেশ পেলে বনে ছেড়ে দেওয়া হবে।’

পাখি পাচারের অভিযোগে বাঁশকোপা থেকে ধৃতরা
Like Us On Facebook