নোনতা ও মিষ্টির উপর কেন্দ্রের জিএসটি চালুর প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে দুর্গাপুরের মিষ্টান্ন ব্যবসায়ীরাও এক দিনের প্রতীক ধর্মঘট পালন করল। মিষ্টির উপর ৫% এবং নোনতা দ্রব্যের উপর ১২% জিএসটি লাগু হতে চলেছে। এতে মিষ্টি ও নোনতা খাদ্য দ্রব্যের দাম বেড়ে যাবার আশঙ্কা করছে মিষ্টান্ন প্রতিষ্ঠানের কর্তারা। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়েই ক্ষতিগ্রস্ত হবে। কাঁচা মাল শাক সবজির মত মিষ্টি ও নোনতা খাবারও পচনশীল, তাই শাক সবজির মত মিষ্টি ও নোনতা খাবার কেও জিএসটি’র আওতার বাইরে যাতে রাখা হয় সেই দাবিতেই রাজ্য জুড়ে মিষ্টান্ন প্রতিষ্ঠান গুলি একদিনের প্রতীকি ধর্মঘট পালন করছে বলে জানান পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির দুর্গাপুর শাখার সম্পাদক মলয় সাহা। মলয় বাবু বলেন এর পরও যদি কেন্দ্র আমাদের কথায় কর্ণপাত না করে তা হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। জানা গেছে, শিঙাড়া, কচুরি, ডালপুরির মতো খাবারে ১২ শতাংশ হারে জিএসটি বসানোর প্রস্তাব রয়েছে। রসগোল্লা, সন্দেশ, দইয়ে ৫ শতাংশ। সন্দেশে চকোলেট দিলে ২৮ শতাংশ জিএসটি দিতে হবে। এদিন ঘটনা চক্রে কৌশিকী অমাবস্যা হওয়ায় মিষ্টির দোকান বন্ধ থাকায় অনেক ক্রেতা চূড়ান্ত অসুবিধায় পড়েন।
Like Us On Facebook