সন্দেহজনক ভাবে ঘোরাঘুরির জন্য এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বর্ধমান স্টেশনের জিআরপি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটো মোবাইল ফোন সহ চিন্ময় মন্ডল নামে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সহ বেশ কিছু নথি। জিআরপি সূত্রে খবর, ধৃত ব্যক্তি মুম্বাইয়ের বাসিন্দা এবং নাম আবদুল্লা সরকার হলেও সে চিন্ময় মন্ডল নামেই নিজেকে পরিচয় দিত। চিন্ময় মন্ডল নামে হুগলির বলাগড় কৃষ্ণবাটির এক বাসিন্দা মুম্বাইয়ে কাজে যায়। তিনি ২০০২ সালে ফিরে এলেও তাঁর ভোটার কার্ডটি মুম্বাইয়ে খোয়া যায়। মনে করা হচ্ছে এই ভোটার কার্ডটি হাতে পায় আবদুল্লা। তারপরেই শুরু হয় আবদুল্লার চিন্ময় হয়ে উঠার গল্প। গত চারদিন আগে আবদুল্লা মুম্বাই মেলে বর্ধমান স্টেশনে নামে। তারপর থেকেই সে স্টেশনের বিভিন্ন প্রান্তে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছিল। আর তার গতিবিধির উপর নজর রাখছিল জিআরপির অফিসাররা। চারদিন ধরেই সে স্টেশনের ওয়েটিং রুমেই ছিল। পরে সন্দেহ আরও গাঢ় হওয়ায় গ্রেপ্তার করা হয় আবদুল্লাকে। ধৃতকে সোমবার দশদিনের রিমান্ড চেয়ে বর্ধমান কোর্টে তোলা হলে সাতদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। কেন সে এতদিন ধরে স্টেশনে ঘোরাঘুরি করছিল কেনই বা সে অন্যের ভোটার কার্ড সহ অন্যান্য নথি ব্যবহার করছিল সব বিষয় খতিয়ে দেখছে তদন্তকারী জিআরপি অফিসাররা। কোন নাশকতামূলক উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Like Us On Facebook