রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলির বেসরকারিকরণের উদ্যোগ, অনুৎপাদক সম্পদ বা এনপিএ বেড়ে যাওয়া এবং সাধারণ গ্রাহকদের সার্ভিস চার্জ বাড়ানো ও ব্যাঙ্কে সুদের হার কমানো সহ একগুচ্ছ দাবিতে আজ, মঙ্গলবার দেশ জুড়ে ধর্মঘটে সামিল ব্যাঙ্ক কর্মীরা। ‘দ্য ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস’ ধর্মঘট ডাকার কারণেই এদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। ধর্মঘটে সামিল গ্রামীণ ব্যাঙ্ক কর্মীরাও। সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের এটিএম পরিষেবাও বন্ধ। ফলে সাধারণ মানুষকে চরম অসুবিধায় পড়তে হচ্ছে। কেনাকাটা বা জরুরি অবস্থায় নেট ব্যাঙ্কিং ও কার্ডই ভরসা। এদিনের ধর্মঘটে অংশ নিচ্ছেন প্রায় ১০ লাখ ব্যাঙ্ককর্মী।

দুর্গাপুরের ভিড়িঙ্গী থেকে বেনাচিতি নাচন রোডে একই রাস্তার উপর সরকারি ও বেসরকারি প্রায় ৫০টির উপর ব্যাঙ্ক রয়েছে। মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘটে নাচন রোডে ভিড় কার্যত অন্যদিনের তুলনায় অনেকটাই হালকা।

Like Us On Facebook