দুর্গাপুরের ESI হাসপাতালে নিজস্ব অক্সিজেন প্লান্টের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। করোনাকালে আক্সিজেন সরবরাহ নিয়ে বিভিন্ন হাসপাতালে সমস্যা দেখা দিয়েছিল। বাইরে থেকে অক্সিজেন পেতে বারবার সমস্যা দেখা দিচ্ছিল। সেইসব সমস্যা দূর করতে রাজ্যের অনেক সরকারি হাসপাতালে তৈরি হয়েছে নিজস্ব অক্সিজেন প্যান্ট, এবার দুর্গাপুরের ইএসআই হাসপাতালেও তৈরি হল নিজস্ব অক্সিজেন প্লান্ট। পাইপ লাইনের মাধ্যমে ১৫০ বেডে অক্সিজেন সরবরাহ করা হবে এই প্লান্ট থেকে। পাশাপাশি জরুরি বিভাগ, ক্যান্টিনে মডিউলার কিচেন, পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, পুরুষ ও মহিলাদের জন্য ৫০ বেডের বিভাগ সহ একগুচ্ছ পরিষেবার উদ্বোধন হয় এদিন। উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না।
এদিন শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতাই বুঝিয়ে দেয় কতটা উন্নত চিকিৎসা পরিষেবা মিলবে। এখন সারা রাজ্যের সরকারি হাসপাতালগুলি থেকেই অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা মিলছে। শ্রমিকেরা যাতে উন্নত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয়, সেজন্য তৎপর রাজ্য স্বাস্থ্য দফতর। এবার সকাল ৮টা থেকে রাত ৮টা পযন্ত খোলা থাকবে হাসপাতালের বহিঃবিভাগ।’ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমসচিব বরুণ কুমার রায়, দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখার্জী, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জী, ভাইস চেয়ারম্যান কবি দত্ত সহ পুরপিতা ও পুরমাতারাও।