কলকাতার সাঁতরাগাছি থেকে সরকারি বাসে বর্ধমানে গাঁজা নিয়ে আসার ঘটনায় পুলিশ গ্রেফতার করল এক যুবককে। ধৃতের নাম সঞ্জয় প্রামাণিক। বাড়ি বর্ধমানের কাঞ্চননগর রথতলার ইটভাটা কলোনী এলাকায়। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১১ কেজি গাঁজা। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও বর্ধমান থানা যৌথ অভিযান চালায়।
পুলিশ ও এসওজি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ কলকাতা থেকে বর্ধমানগামী একটি দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার বাসে বিপুল পরিমাণে গাঁজা নিয়ে আসা হচ্ছে বলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ ও এসওজি ম্যাজিস্ট্রেট অভিরুপ ভট্টাচার্যের উপস্থিতিতে নবাবহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। রাত প্রায় ৯টা নাগাদ নবাবহাটে সরকারি বাস থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার হয়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সঞ্জয় প্রামানিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন করে বর্ধমান আদালতে তোলা হয়। কোথা থেকে এই গাঁজা নিয়ে আসা হচ্ছিল, এর সাথে আর কারা কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক সাঁতরাগাছি থেকে সরকারি বাসে ওঠে। দুটি সাদা কাপড়ে মোড়া প্যাকেটে এই গাঁজা নিয়ে আসা হচ্ছিল।