পশ্চিম বর্ধমান জেলায় এই প্রথম দুর্গাপুরে শুরু হল ‘দুয়ারে রেশন’ প্রকল্প। ভোটের সময় মমতা ব্যানার্জী প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার ক্ষমতায় এলে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে রেশন সামগ্রী। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে শুরু হল এই প্রকল্প। দুর্গাপুর নগর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের অধীন পলাশডিহা এলাকায় সরকারি এই প্রকল্পের শুভ সূচনা করলেন জেলা খাদ্য দফতরের আধিকারিকরা, সঙ্গে ছিলেন দুর্গাপুর নগর নিগমের খাদ্য দফতরের মেয়র পারিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় কাউন্সিলর মানস রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
এতদিন এই পলাশডিহার মানুষজনকে প্রায় দু’কিলোমিটার হেঁটে ২ নম্বর জাতীয় সড়ক পেড়িয়ে সিটি সেন্টার যেতে হত রেশন তোলার জন্য। এখন বাড়ির দোরগোড়ায় মিলছে এই সুবিধা। স্বাভাবিকভাবেই করোনার অতিমারীর এই সময়ে খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুশি সাধারণ মানুষ। দুর্গাপুর নগর নিগমের খাদ্য দফতরের মেয়র পারিযদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় জানান, সরকারের দুয়ারে রেশন প্রকল্পে অনেক মানুষ উপকৃত হবেন। অন্যদিকে, জেলা খাদ্য দফতরের এক আধিকারিক জানান, এই প্রকল্পকে আরও ছড়িয়ে দিতে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় ৩২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানস রায় জানান, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে সরকার। প্রথম ধাপে আজ ৮০ জনকে এই রেশন দেওয়া হল।