সাধারণ মানুষের সুবিধার্থে করোনা পরীক্ষার জন্য বিনামূল্যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করল দুর্গাপুর নগর নিগম। দুর্গাপুরের সিটি সেন্টারে সিধু কানু স্টেডিয়ামে দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে বিনামূল্যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের প্রথম দিনে ভীড় ছিল চোখে পড়ার মতো। প্রতিদিন প্রায় ৫০ জন করে মানুষের টেস্ট করা হবে এবং এখন নিয়মিত এই পরীক্ষা চলবে বলে জানান দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ সদস্য রাখি তিওয়ারি। পুরসভার এই উদ্যোগে খুশি দুর্গাপুরবাসী।

কাঁকসা ব্লক প্রশাসনের পক্ষ থেকেও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হল। বৃহস্পতিবার পানাগড়ের রেলপার অগ্রগামী ক্লাবে স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিমা গুহ রায়ের উদ্যোগে ও ব্লক স্বাস্থ্য দফতরের সহযোগিতায় বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। প্রশাসনের উদ্যোগে খুশি এলাকার মানুষ। তাঁরা জানিয়েছেন, হাসপাতালে এলাকার মানুষ করোনা পরীক্ষা করাতে গেলে সেখানে অতিরিক্ত ভিড় জমায় আতঙ্কিত হয়ে তাঁরা চলে আসেন। কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্যার কাছে এলাকার মানুষ আবেদন করেছিলেন এলাকায় বিনামূল্যে র‍্যাপিড টেস্টের ব্যবস্থা করার জন্য। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যা উদ্যোগ নিয়ে ব্লক স্বাস্থ্য দফতরে আবেদন করেন। ব্লক স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এদিন প্রায় ১০০ জনের র‍্যাপিড টেস্ট করা হয়।

Like Us On Facebook