.

দুর্গাপুর থানার অন্তর্গত সেপকো টাউনশিপের একটি পরিত্যক্ত জমির মধ্যে থেকে উদ্ধার হল একটি নরকঙ্কাল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বুধবার বিকেলে স্থানীয় বাসিন্দারা দেখতে পান একটি নরকঙ্কাল মাটিতে পড়ে আছে। স্থানীয় বাসিন্দা কৌশিক চট্টোপাধ্যায় জানান, ওই জমির উপর একটি কুল গাছ আছে। সেই গাছ থেকেই কুল পাড়তে গিয়ে প্রথম নরকঙ্কালটি দেখতে পাই। ঘটনার কথা চাউর হতেই খবর দেওয়া হয় স্থানীয় থানার পুলিশকে। ওই এলাকার বাসিন্দা মধুমিতা চৌধুরী জানান, সম্প্রতিকালে এলাকায় বহিরাগত মানুষের আনাগোনা বেড়েছে। এমন অবস্থায় ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে নরকঙ্কাল উদ্ধার হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা। পরে দুর্গাপুর মহকুমাশাসকের দফতর থেকে ম্যাজিস্ট্রেট মৃণাল কান্তি বাগচীর উপস্থিতিতে স্থানীয় থানার পুলিশ নরকঙ্কাল উদ্ধার করে ফরেনসিক তদন্তের জন্য আসানসোলে পাঠায়।

Like Us On Facebook