দুর্গাপুর ব্যারেজ রোডের ওপর রাজ্য সড়কের ধারে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে প্রায় কুড়ি লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছিল স্বামী বিবেকানন্দর একটি মর্মর মূর্তি। জানা গেছে, দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বরো চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই মূর্তিটি তৈরি হয়। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অনুগামী বলেই পরিচিত ছিলেন দুর্গাপুরে, তাই শুভেন্দুবাবু যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সেই দিনই চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। আর এই নিয়ে এখন শাসকদলের চোখের বালি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার শুভেন্দু অধিকারী দুর্গাপুরে সভা করতে এসেছিলেন। আর পাল্টা কর্মসূচী হিসেবে দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন রাজ্য সড়কের ধারে শ্যামপুর মোড়ের কাছে স্বামী বিবেকানন্দর মূর্তি তড়িঘড়ি রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক উদ্বোধন করে দেন। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল ছেড়ে বিজেপিতে সদ্য যোগ দেওয়া চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও তাঁর কর্মী সমর্থকরা। বুধবার গঙ্গা জলে স্নান করিয়ে স্বামীজির মূর্তি ফের উদ্ধোধন করেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘মঙ্গলবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাতে যে মূর্তি উদ্বোধন হয়েছিল সেই মূর্তিকে গঙ্গা জলে পূর্ণস্নান করানো হল। শুদ্ধ করা হল। মঙ্গলবার সব ওয়ার্ডের কাউন্সিলরকে ডাকা হলেও শুধু বিজেপি করি বলে আমায় ডাকেননি তৃণমূল নেতৃত্ব এই উদ্ধোধন অনুষ্ঠানে। এনামুল, লালাদের লোকজনদের হাতে স্বামীজীর মূর্তি উন্মোচিত হয়েছিল মঙ্গলবার, আর তাই বুধবার স্বামী বিবেকানন্দকে পবিত্র করতে গঙ্গাস্নান করানো হল।’