দুর্গাপুরের শিক্ষক চিরঞ্জীত ধীবরের শরীরে করোনার প্রতিষেধক কোভ্যাক্সিন প্রয়োগ করা হল। জানা গেছে, ভ্যাকসিন প্রয়োগের পর তিনি ভালো আছেন। তিনি বিজ্ঞানীদের পর্যবেক্ষণে আছেন। উল্লেখ্য, হায়দ্রবাদের ভারত বায়োটেক, আইসিএমআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির যৌথ উদ্যোগে তৈরি করোনার প্রতিষেধক ‘কোভ্যাক্সিন’-এর হিউম্যান ট্রায়াল দেশের অন্যান্য হাসপাতালের সঙ্গে চলছে ভুবনেশ্বরের ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড এসইউএম হাসপাতালে। দুর্গাপুরের স্কুলশিক্ষক চিরঞ্জীত ধীবর স্বেচ্ছাসেবক হিসাবে এই হিউম্যান ট্রায়ালে অংশ নিয়েছেন।
২৫ জুলাই ভুবনেশ্বর পৌঁছনোর পর চিরঞ্জীত ধীবরের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা হয়। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বুধবার তাঁর শরীরে কোভ্যাক্সিন-এর প্রথম ডোজ প্রয়োগ করেন সংশ্লিষ্ট বিশিষ্ট বিজ্ঞানীরা। জানা গেছে, ২৪ ও ৪৮ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার রিপোর্ট দেওয়া হয়েছে। সেই রিপোর্টে চিরঞ্জীত ধীবর ভালো রয়েছেন। জানা গেছে, তাঁর শরীরে দুটি ডোজ প্রয়োগের পর কি প্রতিক্রিয়া হচ্ছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে। করোনা নির্মূল অভিযানে করোনার প্রতিষেধক কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগে স্কুলশিক্ষক চিরঞ্জীত ধীবর যেভাবে স্বেচ্ছাসেবক হিসেবে নিজেকে মানব কল্যাণে উৎসর্গ করেছেন তা প্রশংসনীয়। দুর্গাপুরের মানুষ চিরঞ্জীত ধীবরের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন।