নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বাড়ির মধ্যে ঢুকে গিয়ে পিষে দিল এক গৃহবধুকে। মৃতার নাম সুফিয়া বেগম (৩০)। বাড়ি মেমারি থানার তারকেশ্বর রোডের কেরিলি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির সামনে থেকে কাঠ নিয়ে ঘরে ঢোকার সময় আচমকাই ওই গৃহবধূকে ধাক্কা মেরে ট্রাকটি বাড়ির ভিতর হুড়মুড়িয়ে ঢুকে পরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গৃহবধূর।
বাসিন্দারা জানিয়েছেন, দ্রুতগতির ট্রাকটি মেমারির দিক থেকে জামালপুরের দিকে আসছিল। অভিযোগ চালক মদ্যপ অবস্থায় ছিল। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির সামনে থাকা গৃহবধূকে ধাক্কা মেরে বাড়ির ভিতর ঢুকে যায়। এরপরই স্থানীয় মানুষজন ছুটে এসে মহিলাকে উদ্ধার করে। এরপরই এলাকার বাসিন্দারা বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ ও স্পীড ব্রেকারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভে ঘন্টাখানেক অবরুদ্ধ হয়ে পড়ে মেমারি-তারকেশ্বর রোড। পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ ওঠে। গুরুতর জখম অবস্থায় চালককে অনাময় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে।