গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেমারির কেজা-তে একটি গোডাউনে অভিযান চালিয়ে নামী ব্রান্ডের লোগো লাগানো বিপুল পরিমাণে নকল মোবিল উদ্ধার করল মেমারি থানার পুলিশ। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি নামী মোবিল কোম্পানীর লোগো ব্যবহার করেই চলছিল এই কারবার। বুধবার মেমারির কেজা-য় গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ১৩৫০ টি এক লিটারের মোবিলের বোতল উদ্ধার করা হয়। নকল মোবিল কারবারীদের খোঁজ চলছে।

কয়েকদিন আগেই কোম্পানীর তরফে মেমারি থানায় এই মর্মে অভিযোগ করা হয় যে, কিছু অসাধু লোক নকল মোবিল তৈরী করে তাদের কোম্পানীর লোগো ব্যবহার করে সেই মোবিল চড়া দামে বাজারজাত করছে। এর ফলে কোম্পানীর সুনাম নষ্ট হওয়ায় কোম্পানী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে একই সাথে নকল মোবিল ব্যবহার করে ক্রেতারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এরপরই অভিযোগের পরিপেক্ষিতে তদন্তে নামে মেমারি থানার পুলিশ। তদন্তে নেমে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেমারির কেজা এলাকায় একটি গোডাউনে অভিযান চালানো হয় পুলিশের পক্ষ থেকে। অভিযানে ওই গোডাউন থেকে ১৩৫০ টি ১ লিটার মোবিলের বোতল উদ্ধার হয় যেগুলির প্রত্যেকটিতেই ওই নামী কোম্পানীর লোগো লাগানো ছিল। যদিও এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধার হওয়া মোবিলগুলো বাজেয়াপ্ত করার পাশাপাশি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে নকল মোবিল কারবারীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Like Us On Facebook