বুধবার রাতে বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় এক যুবক খুনের ঘটনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন বলে অভিযোগ। মৃত যুবকের নাম গৌতম দাস(২৫)। এই ঘটনার পর স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে চড়াও হয়ে উত্তেজিত জনতা তাঁর বাড়িতে ভাঙচুর চালায় এবং ওই নেতাকে মারধর করে বলে অভিযোগ।

জানা গেছে, মোটর বাইক ও সাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে বচসা থেকে মারপিটের সূত্রপাত হয়। অভিযোগ, গৌতম দাস যখন বাইকে বাড়ি ফিরছিলেন সেই সময় তাঁকে ব্যাপক মারধর করা হয় এবং তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, যারা মেরেছে তাঁরা স্থানীয় তৃণমুল নেতা বিকাশ মণ্ডলের অনুগামী। এরপর উত্তেজিত জনতা বিকাশ মণ্ডলের বাড়িতে চড়াও হয়ে বাড়িতে ভাঙচুর চালায় এবং তাঁকে মারধর করে বলে অভিযোগ। যদিও বিকাশ মণ্ডলের দাবি, তিনি যখন বাড়িতে ছিলেন আচমকাই তাঁর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিরা, বাড়িটে ভাঙচুর করে ও তাঁকে মারধোর করে। ঘটনার বিষয়ে তাঁর জানা নেই। যিনি মারা গেছেন তাঁকেও চেনেন না। ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিস সুপার জানিয়েছেন, খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Like Us On Facebook