গরুচোর সন্দেহে ২ ব্যক্তিকে গণপিটুনি, গুরুতর জখম অবস্থায় ২ জনকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়, চিকিৎসাধীন অবস্থায় পরে আর ১ জনেরও মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের নাম পরিচয় এখনও জানা যায়নি। পূর্ব বর্ধমানের জামালপুরের দক্ষিণ ময়না গ্রামের ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিগত কয়েক মাস ধরে জামালপুরের দক্ষিণ ময়না এলাকায় বেশ কয়েকবার একাধিক গরু ও মোষ চুরি যায় বলে অভিযোগ। গতকাল গভীর রাতে ভাঙাভাঙির শব্দে ঘুম ভেঙে যায় কয়েকজনের। তাঁরা দেখেন গোয়াল ঘরের দরজার তালা ভেঙে কয়েকজন মোষ ও গরু বের করছে। এরপর দুষ্কৃতিদের গ্রামবাসীরা ধাওয়া করলে কয়েকজন তাঁদের সাথে নিয়ে আসা গাড়িতে করে পালিয়ে যায়। দু’জন স্থানীয় পুকুরে নেমে পড়ে। তাঁদের সেখান থেকে তুলে এনে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর মিলতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে জখম অবস্থায় ওই ২ ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠালে সঙ্গে সঙ্গেই ১ জনকে মৃত বলে ঘোষণা করা হয় হাসপাতালের তরফে। অপর আর একজনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ।