উত্তর প্রদেশ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক সুনীল বনসলের দুর্গাপুরের বাড়িতে সোমবার সকালে রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী ঘুরে গেলেন। সুনীল বনসলের মাতৃবিগোয় হয় শনিবার বিকেলে। মাতৃবিয়োগের কারণে সুনীল বনসল তাঁর দুর্গাপুরের বেনাচিতির গুরুদোয়ারা রোডের বাড়িতে আসতেই উত্তর প্রদেশ বিজেপির একঝাঁক বিধায়ক-সাংসদ রবিবার বিকেলে সুনীল বনসলের মায়ের শেষকৃত্যে যোগ দিতে আসেন দুর্গাপুরের বাড়িতে। সোমবার সকালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীও আসেন সুনীল বনসলের বাড়তে।

এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ সুনীল বনসলের বাড়িতে আসেন রাজ্যপাল। সেখানে সুনীলবাবুর মায়ের ছবিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যপাল। বেশ কিছুক্ষণ সুনীলবাবুর বাড়িতে ছিলেন রাজ্যপাল। শোকস্তব্ধ সুনীলবাবুর বাড়িতে আত্মীয় পরিজনদের সঙ্গে কিছুটা সময় কাটান এবং তাঁদের সমবেদনা জানান রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী। তারপর দুর্গাপুর গেস্ট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কলকাতার উদ্দেশ্য যাত্রা শুরুর আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে রাজ্যপালকে দুর্গাপুর গেস্ট হাউসে গার্ড-অফ-অনার দেওয়া হয়।

এদিকে হঠাৎ করে রাতারাতি দুর্গাপুরের বেনাচিতির গুরুদোয়ারা রোডে একঝাঁক ভিভিআইপি এসে পড়ায় পুলিশ মহলেও চরম ব্যস্ততা শুরু হয়ে গেছে। তারপর সোমবার সকালে রাজ্যপালের আগমণে শেষমেশ নাচন রোডে গুরুদোয়ারা রোড সহ বেনাচিতি বাজার এলাকা পুলিশ গার্ড রেল দিয়ে আটকে দেওয়ায় সোমবারের ব্যস্ততম সময়ে চরম অসুবিধায় পড়েন মানুষজন।





দুর্গাপুরে সুনীল বনসলের বাড়িতে কৈলাশ বিজয়বর্গীয়

Like Us On Facebook