গরু চুরি করে পালানোর সময় পুলিশের গুলিতে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সামিম খান (২৬)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগণার মগড়াহাট এলাকায়। শনিবার গভীর রাতে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ময়ানপুর গ্রামের আব্দুল আলিম মণ্ডলের ১টি গরু ও সেরিলাল টুডুর ২টি গরু চুরি হয়। পাশাপাশি মন্তেশ্বরের কাঠসিহি গ্রামের কেশব হাজরার ১ টি গরু চুরি হয়। চার পাঁচ জনের দুষ্কৃতিদল পিকআপ ভ্যানে করে ওই চারটি গরু চুরি করে পালাচ্ছিল।

গরু চোরেরা মেমারির দিকে আসছে খবর পেয়ে মেমারি থানার পুলিশ সাতগেছিয়া-মেমারি রোডে নাকা চেকিং শুরু করে। রাত ২টো নাগাদ পুলিশ গরু চোরেদের গাড়িটিকে দেখতে পেয়ে দাঁড় করাতে গেলে গাড়িটি গতি বাড়িয়ে চলে যায়। সাতগেছিয়া ক্যাম্পের পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে। পুলিশ তাদের পিছু নেওয়ায় রসুলপুরের কাছে পিকআপ ভ্যানটি ইউ টার্ন নিয়ে হুগলির শিমলাগড়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে দুষ্কৃতীরা বোমা ছোড়ে পুলিশকে লক্ষ্য করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।পুলিশের গুলি লাগে সামিমকে। সিমলাগড় রেলগেটের কাছে বাকিরা গরু সহ পিকআপ ভ্যান ছেড়ে পালিয়ে গেলেও গুড্ডু মোল্লা নামে একজন গরু চোরকে পুলিশ ধাওয়া করে ধরে ফেলে। পুলিশের গুলিতে জখম সামিমকে বধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আাসা হলে সেখানে তাঁর মৃত্যু হয়। যদিও পুলিশ সুপার ভাস্কর মুখার্জী পুলিশের গুলি চালানোর কথা মানতে চান নি। তিনি জানান গুলিতে একজনের মৃত্যু হয়েছে। দুষ্কৃতীদের ছোড়া বোমায় দু’জন পুলিশ কর্মী জখম হয়েছে। পিকআপ ভ্যানটি থেকে পুলিশ বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

ধৃত গুড্ডু মোল্লা
Like Us On Facebook