দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে নির্মিত কঠিন এবং তরল বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলি এখনও চালু হল না। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতাপপুর, লাউদোহা, গোগলা, জেমুয়া, গৌরবাজার ও ইচ্ছাপুর পঞ্চায়েত এলাকার মানুষের সুবিধার জন্য ২০১৫-১৬ সালে অবিভক্ত বর্ধমান জেলার তৎকালীন জেলাশাসক সৌমিত্র মোহন প্রতিটি পঞ্চায়েতের জন্য ১টি করে কঠিন এবং তরল বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্ধোধন করেন।

৬টি বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হলেও ৩ টির নির্মাণ সম্পন্ন হয় নির্দিষ্ট সময়ের আগে। বাকি ৩ টির কাজ চলছে। স্থানীয় ব্লক প্রশাসন এই কেন্দ্রগুলিতে পচনশীল নোংরা আবর্জনা থেকে জৈব সার তৈরির পরিকল্পনা নিয়েছিল। নির্দিষ্ট সময়ে ৩টি বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হলেও অজ্ঞাত কারণে চালু হল না বলে অভিযোগ স্থানীয় মানুষের। স্বাভাবিকভাবেই বন্ধ বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গুলি এখন জঙ্গল ও আর্বজনায় ভরে উঠেছে। অসামাজিক কার্যকলাপও চলছে বলে অভিযোগ স্থানীয় মানুষের। স্থানীয় মানুষের অভিযোগ নিয়ে প্রশ্ন করলে দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিও জানান বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলি খুব শীঘ্রই চালু করা হবে।

Like Us On Facebook