বড়দিনের আনন্দে ভাসল দুর্গাপুর শিল্পাঞ্চল। শিল্পাঞ্চলের প্রতিটি চার্চে সমস্ত ধর্মাবলম্বী মানুষের ঢল নামে। প্রভু যিশুর নামে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ মোমবাতি জ্বালিয়ে দিনের শুরু করেন। চার্চগুলিতেও এদিন সকালে বিশেষ প্রার্থনা হয় এবং সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
দুর্গাপুরের সিটি সেন্টারের সেন্ট টেরেসা ক্যাথলিক চার্চেও দর্শনার্থীদের ভিড়ে তিল ধারণের জায়গা নেই সকাল থেকেই। চার্চগুলির সঙ্গে সঙ্গে স্টিল টাউনশিপের কুমারমঙ্গলম পার্ক ও সিটি সেন্টারের আনন্দ অ্যামিউসমেন্ট পার্কেও কচিকাঁচাদের সঙ্গে সঙ্গে বড়রাও ভিড় জমান। দুর্গাপুরের সিটি সেন্টারের জাংশন মলেও টিন এজারদের নিয়ে বড় দিনের বিশেষ প্রোগ্রাম হয়।
Like Us On Facebook