রবিবার দুর্গাপুর স্টিল টাউনশিপ এ-জোনের হস্টেল অ্যাভিনিউতে হাতেনাতে ধৃত গরু চোরদের হেফাজতে নিতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করলে জনতা পুলিশ খণ্ডযুদ্ধ হয়। স্থানীয় বেশ কিছু মানুষ এবং এ-জোন ফাঁড়ির ইনচার্জ সিদ্ধনাথ অধিকারী সহ ১০ পুলিশ কর্মী জনতার ইটের ঘায়ে আহত হয়। পুলিশের উপর হামলার অভিযোগে স্থানীয় ৩ ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। সোমবার পুলিশ ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করলে আদালত দুই গরু চোরকে ৭ দিনের পুলিশ হেফাজত ও পুলিশের উপর হামলার অপরাধে ধৃত ৩ ব্যাক্তিকে ৭দিনের জেল হাজতের নির্দেশ দেয়।

উল্লেখ্য, রবিবার দুই গরু চোর ‘অন এক্সসাইজ ডিউটি’ লেখা একটি গাড়ি নিয়ে স্টিল টাউনশিপ এ-জোনের হস্টেল অ্যাভিনিউর খাটাল এলাকায় গরু চুরি করতে এলে স্থানীয় মানুষ দুই গরু চোরকে হাতেনাতে ধরে গণধোলাই দেয় এবং পুলিশের হাতে তুলে দিতে অস্বীকার করে। স্থানীয় মানুষের অভিযোগ, আগেও গরু চুরি হয়েছে। অভিযোগ পেয়েও পুলিশ গরু চোরদের ধরতে পারেনি। চুরি যাওয়া গরুগুলিও উদ্ধার হয়নি। স্থানীয় মানুষ দুই গরু চোরকে পুলিশের হাতে না তুলে দিয়ে দুই জনকে গণধোলাই দিতে থাকে। পুলিশ চোরদের উদ্ধার করতে লাঠিচার্জ করলে স্থানীয় মানুষও ইট বৃষ্টি করতে থাকে। গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। স্থানীয় বেশ কিছু মানুষ যেমন আহত হন তেমনই স্থানীয় মানুষের ইট বৃষ্টিতে এ-জোন ফাঁড়ির ইনচার্জ সিদ্ধনাথ অধিকারীর মাথা ফেটে যায়। মোট ১০ জন পুলিশ আহত হন। এরপরেই পুলিশ স্থানীয় তিন জন ব্যাক্তিকে গ্রেফতার করে। সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে পুলিশ।

Like Us On Facebook