দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত ডিপিএল কলোনির জিএন ব্লকের একটি বাড়িতে মঙ্গলবার সকালে হঠাৎ করে আগুন ধরে গিয়ে দুটি বাইক‌ সহ বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। সেই সময় বাড়িতে তিন জন বৃদ্ধ-বৃদ্ধা ছিলেন। তাঁদের মধ্যে একজন গুরুতর আহত হন।

বাড়ির কর্তা তরুণ সাউ সেই সময় বাড়িতে ছিলেন না। পিকনিকে গিয়েছিলেন। বাড়িতে তরুণ সাউ-এর বাবা-মা ও আর একজন বৃদ্ধা ছিলেন। জানা গেছে, বাড়ির গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে আগুন ধরে যায়। দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখায় বাড়ির সমস্ত জিনিস পত্র সহ দুটি বাইক পুড়ে ছাই হয়ে যায়।


Like Us On Facebook