কোচবিহারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টার ও পানাগড়ে বিজেপি কর্মীরা ধিক্কার মিছিল বের করেন। বিজেপি রাজ্য সভাপতির উপর হামলার তীব্র প্রতিবাদ জানান বিজেপি কর্মীরা।
শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারে পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে একটি ধিক্কার মিছিল গোটা সিটি সেন্টার ঘোরে। এরপর সিটি সেন্টারের বাসস্ট্যান্ডে পৌঁছে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করতে গেলে পুলিশ বাধা দেয়। ফলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। ক্রমে অবস্থা অশান্ত হয়ে উঠলে বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুইয়ের হস্তক্ষেপে বিজেপি কর্মীরা শান্ত হলে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়। বিজেপির রাজ্য সভাপতির উপর আক্রমণের প্রতিবাদে পানাগড় বাজারেও শুক্রবার বিজেপি নেতা রমন শর্মার নেতৃত্বে বিজেপি কর্মীরা জাতীয় সড়কের উপর বসে পড়ে পথ অবরোধ করেন। কাঁকসা থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের হঠাতে ব্যর্থ হলে পুলিশ বিক্ষোভকারীদের আটক করে থানায় নিয়ে যায়।