কোচবিহারের সিতাইয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে বর্ধমানের বীরহাটা মোড় অবরোধ করল বিজেপি। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার কোচবিহারের সিতাইয়ে দিলীপ ঘোষের গাড়ির উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। দিলীপ ঘোষের গাড়ির কাচ ভেঙে যায়। পুলিশের সামনেই এই হামলা চলে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। পরে দিলীপ ঘোষ বলেন, ‘পরিকল্পিতভাবে তাঁর উপর হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।’ তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দিলীপ ঘোষের গাড়ি ছাড়াও তাঁর কনভয়ের অন্যান্য গাড়িতেও হামলা চালানো হয়।

Like Us On Facebook