চাষযোগ্য জমি জোর করে কেড়ে নিয়ে অবৈধ কয়লা খাদান তৈরির অভিযোগ উঠল অণ্ডালে। প্রতিবাদ করতে গিয়ে জমির মালিকরা খুনের হুমকি পেয়েছেন বলে অভিযোগ। জমির মালিকরা মুখ্যমন্ত্রী থেকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন। ঘটনাটি অণ্ডালের দক্ষিণখণ্ড এলাকার। জমি মালিকদের অভিযোগের তীর স্থানীয় পঞ্চায়েতের এক নেতার দিকে।

অভিযোগকারী জমির মালিক উজ্জ্বল পাল, সরৎ ঘাঁটিরা অনলাইনে অভিযোগ দায়ের করেছেন বলে দাবি করে বলেন, ‘হঠাৎ দেখছি আমাদের চাষযোগ্য জমির উপর অবৈধ কয়লা খাদান তৈরির চেষ্টা হচ্ছে। খবর নিয়ে জানতে পারি স্থানীয় এক তৃণমূল নেতা জমিতে কয়লা খাদান তৈরির চেষ্টা করছেন। আমরা আমাদের জমিতে কোনভাবেই অবৈধ কয়লা খাদান করতে দেব না। আমরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানাচ্ছি।’ দক্ষিণখণ্ডের প্রাক্তন উপপ্রধান উত্তম হাজরা বলেন, ‘এই সব কুকীর্তির জন্যই তৃণমূল কংগ্রেসের বদনাম হচ্ছে।’


Like Us On Facebook