দুর্গাপুরের বাঁশকোপার জাতীয় সড়কের ধারে টোল প্লাজার পাশেই একটি পেট্রল পাম্পের অফিস ঘরে সোমবার বিকেলে হঠাৎ করে আগুন ধরে গেলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় মানুষ প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভায়। দমকল কর্মীরা জানান, শর্ট সার্কিট থেকে পেট্রোল পাম্পের অফিস ঘরে আগুন লেগে থাকতে পারে। আগুন নেভানো সম্ভব না হলে পেট্রল পাম্পটি সোমবার বড়সড় দূর্ঘটনার কবলে পড়ত বলে জানান দমকলকর্মীরা। পেট্রল পাম্পের অফিসের সমস্ত কাগজপত্র সহ একটি স্কুটার ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
Like Us On Facebook